Rupankar - Neeler Kachhakachhi - перевод текста песни на английский

Neeler Kachhakachhi - Rupankarперевод на английский




Neeler Kachhakachhi
Near the Blue
নীলের কাছাকাছি জলের দাগ রেখে যায়
Near the blue the water leaves its mark
আকাশ ডেকে যায়
The sky calls out
ডেকে যায়
Calls out
গোড়ালি ভিজে খালি বলি মাখা তার খালি পায়ে
Bare feet wet with mud
আকাশ তাকে পায়
The sky understands
তাকে পায়
Understands
চোরা ঢেউ হয়তো অচেনা কেউ
A rogue wave she may not know
ডাকনামেও ডেকে যায়
Calls her too
চেনা মুখ
Familiar face
দুহাতে ধরা ঝিনুক তাকে চিনুক
A seashell in both hands you name her Chinu
জোয়ারে পার ভাঙে বালিয়াড়ি ভেসে যায়
Tides break the shore, sandbanks float away
আকাশ হেসে যায়
The sky laughs
হেসে যায়
Laughs
দুমুঠো লোনাবালি ছুঁয়ে দিলে সোনাবালি ময়
A handful of salt spread, and turns golden
ওওও আকাশ ছুঁতে চায়
The sky wants to touch you
ছুঁতে চায়
To touch you
একা মেঘ ছড়ানো মায়া আবেগ
An isolated cloud spreads illusions
নুড়ি পাথর সরে যায়
Pebbles move
বালি ঘর জলের নীচে আদর
Sand homes, caressed underwater
হাত বাড়ায়
Reach out
হাত বাড়ায়
Reach out
হাত বাড়ায়
Reach out
যদিবা জলে নামি আজ অসময় অবেলায়
If I come down into the water today at this strange hour untimely
ওওও আকাশ খুঁজে পায়
The sky finds me
খুঁজে পায়
Finds me
জলেরা ভেসে ভেসে চারপাশে স্বপ্ন বোলায়
Water flowing, whispering dreams all around
আকাশ ছুঁয়ে যায়
The sky touches me
ছুঁয়ে যায়
Touches me
নোনাজল ভিজিয়ে দিলো আঁচল
Salty water dampens my shawl
ভেজা দুচোখ ছলোছল
My eyes are wet with tears
চেনা মুখ দুহাতে ধরা ঝিনুক তাকে চিনুক
Familiar face, seashell in both hands, you name her Chinu






Внимание! Не стесняйтесь оставлять отзывы.