Текст песни Neel - Rupankar
তুমি
আঁকছ
কেন
সেই
রঙ্গিন
ছবি
কেন
দেখছো
দূরের
ঐ
আকাশ
তুমি
হাঁটছো
কেন
একা
একলা
পথে
তবু
পথটার
একাই
বসবাস
তুমি
আঁকছ
কেন
সেই
রঙ্গিন
ছবি
কেন
দেখছো
দূরের
ঐ
আকাশ
তুমি
হাঁটছো
কেন
একা
একলা
পথে
তবু
পথটার
একাই
বসবাস
কেন
শেষ
বিকেলের
সে
পড়ন্ত
রোদে
তুমি
গাইছো
নতুন
কোন
গান
কেন
জোছনা
রাতে
রঙ্গিন
ক্যানভাসে
তবু
কাঁদছে
তোমার
অভিমান
স্বপ্ন
দেখার
সেই
প্রিয়
দিন
আজও
রঙ্গিন
অমলিন
আরও
নীল
দূরের
আকাশ
মেলছে
ডানা
শুভ্র
গাঙ্গচিল
বৃষ্টির
ফোঁটায়
আঁকছি
ছবি
সেই
ধূসর
কবিতায়
আমি
অন্ধ
কবি
ভোরের
আলোয়
কবিতারা
সব
ছন্দে
মাতাল(২)
কেন
শেষ
বিকেলের
সে
পড়ন্ত
রোদে
তুমি
গাইছো
নতুন
কোন
গান
কেন
জোছনা
রাতে
রঙ্গিন
ক্যানভাসে
তবু
কাঁদছে
তোমার
অভিমান

Внимание! Не стесняйтесь оставлять отзывы.