Текст песни Tumi Sukhe Theko - Sandhya Mukherjee
তুমি
সুখে
থেকো
তুমি
সুখে
থেকো
সবই
যেও
ভুলে
আমি
আজও
মনে
রাখি
এই
শুধু
মনে
রেখো
তুমি
সুখে
থেকো
ফুলে
ফুলে
ঢেকে
থাক
পাতা
ঝরা
ঐ
শাখা
কোকিলের
বিলাপে
ভরিয়ে
এই
একা
থাকা
ফুলে
ফুলে
ঢেকে
থাক
পাতা
ঝরা
ঐ
শাখা
কোকিলের
বিলাপে
ভরিয়ে
এই
একা
থাকা
কোনো
ভুল
স্বপ্নে
গো
যদি
শুনো
সেই
সুর
নাম
ধরে
ডেকো
তুমি
সুখে
থেকো
চোখে
চোখে
ঝরে
যাক
সেদিনের
সেই
কথা
অশ্রুর
মণিহারে
গেঁথে
নেবো
এই
ব্যথা
চোখে
চোখে
ঝরে
যাক
সেদিনের
সেই
কথা
অশ্রুর
মণিহারে
গেঁথে
নেবো
এই
ব্যথা
তবু
যদি
একবারও
ওঠে
প্রীতি
রামধনু
প্রাণ
ভরে
দেখো
Внимание! Не стесняйтесь оставлять отзывы.