Текст песни Hoye Aaye (From "Naqaab") - Shaan
হয়ে
আয়
বন্ধুজন
হয়ে
আয়
না
অবাধ্য
মন
বেশেছি
তোকেই
ভালো
হয়ে
যা
জলপরি
আমি
হব
তোর-ই
পালক
বেশেছি
তোকেই
ভালো
আজ
হোক
দিনটা
তোর
আজ
হোক
দিন
আমার
চল
না
এভাবেই
বর্তে
যায়
বারেবার!
হয়ে
আয়
বন্ধুজন
হয়ে
আয়
না
অবাধ্য
মন
বেশেছি
তোকেই
ভালো
হয়ে
যা
জলপরি
আমি
হব
তোর-ই
পালক
বেশেছি
তোকেই
ভালো
বলবো
কি
বলবো
না
ভেবে
কতদিন
কাটাবি
এমন
করে?
চলবো
কি
চলবো
না
করে
কত
রাত
ভাসাবি
এমন
করে?
আজ
হোক
দিনটা
তোর
আজ
হোক
দিন
আমার
চল
না
এভাবেই
বর্তে
যায়
বারেবার
হয়ে
আয়
বন্ধুজন
হয়ে
আয়
না
অবাধ্য
মন
বেশেছি
তোকেই
ভালো
হয়ে
যা
জলপরি
আমি
হব
তোর-ই
পালক
বেশেছি
তোকেই
ভালো
ঘুরছে
মন,
উড়ছে
মন
তোর
দুই
পাশে
আজকে
এসেছি
তাই
জানাতে
এই
সকাল,
অন্য
হাল
তুই
নেই
ধরে
এইবার
কে
কাকে
থামাবে
আজ
হোক
দিনটা
তোর
আজ
হোক
দিন
আমার
চল
না
এভাবেই
বর্তে
যায়
বারেবার
হয়ে
আয়
বন্ধুজন
হয়ে
আয়
না
অবাধ্য
মন
বেশেছি
তোকেই
ভালো
হয়ে
যা
জলপরি
আমি
হব
তোর-ই
পালক
বেশেছি
তোকেই
ভালো
Внимание! Не стесняйтесь оставлять отзывы.