Shreya Ghoshal feat. Sonu Nigam - Ghoom Ghoom Oi Chokhe (From "Romeo") текст песни

Текст песни Ghoom Ghoom Oi Chokhe (From "Romeo") - Shreya Ghoshal feat. Sonu Nigam




আহা আহ...
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে?
তুমি.
ও.ও.ও
নিঝুম দুপুরে
জাগিয়ে কে রাখে?
তুমি.
কাছে এসে আধো হেসে বলে যে,
চলো যাই সব পেয়েছির দেশে
ছুঁয়ে যাই ভালোবেসে সে তুমি
ও.ও.ও
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে?
তুমি.
তাকে খোঁজে বৃষ্টি চোখের রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা
রয় অজানা.
কেনো অজানা
ও.ও.ও
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে?
তুমি.
সামনে এলে তুমি
মুখে কুলুপ, চোখ ভারী
ইচ্ছে করে বলি
তবু বলতে কি পারি?
ও.ও.ও
চোখে চোখে সেকথা
পড়তে কে পারে?
তুমি.
তাকে খোঁজে বৃষ্টি চোখের রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা
রয় অজানা.
কেনো অজানা
এইতো আমি তবু
যেনো নইতো সে আমি
স্বপ্নে চিঠি পাঠাই
ঠিকানাহীন বে-নামে
মনে মনে তবু জানি
চিনবে আমাকে
তুমি.
ও.ও.ও
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে?
তুমি.
তাকে খোঁজে বৃষ্টি চোখের রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা
তাকে খোঁজে বৃষ্টি চোখের রূপকথা সে অচেনা
ধরা দিয়েও দেয় না ধিরা জেনেও যে রয় অজানা



Авторы: JEET GANNGULI, CHANDRANI GANGULY


Внимание! Не стесняйтесь оставлять отзывы.