Shreya Ghoshal feat. Kanu Ghosh - Akash Jule Swapno maya текст песни

Текст песни Akash Jule Swapno maya - Shreya Ghoshal , Kanu Ghosh



আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জোছনায়
অঝোর ঝরে ঝর্ণা তারই মাটির আঙিনায়
সোনার শিশু চোখ মেলেছে ধানের ক্ষেতে তে
ঝিলিমিলি উতল হাওয়া ঘুমপাড়ানি গায়
আয় আয় ময়নামতীর গাঁ, আয় আয় রে
থৈ থৈ নাচন দেখে যা, আয় আয় রে
লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে
দল দল ভোমরা জুটেছে, আয় আয় রে
আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়।।
অথৈ সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়
ফাগুন হেথায় মুখর সদাই প্রানের ইশারায়
নদীর বুকে ঢেউয়ের কলোল মাতন তুলেছে
ভালোবাসার লগন সবার হৃদয় মোহনায়
আয় আয় ময়নামতীর গাঁ, আয় আয় রে
থৈ থৈ নাচন দেখে যা, আয় আয় রে
লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে
দল দল ভোমরা জুটেছে, আয় আয় রে
আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়।।
নুতন নুতন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়
রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়
কত দিনের রিক্ত হিয়া আজকে ভরেছে
কত আশার সুর মিলেছে মনের কবিতায়
আয় আয় ময়নামতীর গাঁ, আয় আয় রে
থৈ থৈ নাচন দেখে যা, আয় আয় রে
লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে
দল দল ভোমরা জুটেছে, আয় আয় রে
আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়।।



Авторы: Anal Chatterjee


Shreya Ghoshal feat. Kanu Ghosh - Bendhechhi Beena
Альбом Bendhechhi Beena
дата релиза
01-01-1998



Внимание! Не стесняйтесь оставлять отзывы.