Shreya Ghoshal - Keno Aaj Aakash Batash (From "Mishawr Rawhoshyo") - перевод текста песни на русский

Текст и перевод песни Shreya Ghoshal - Keno Aaj Aakash Batash (From "Mishawr Rawhoshyo")




কেন আজ আকাশ-বাতাস এমনি করে
কেন আজ আকাশ-বাতাস এমনি করে
ভরিয়ে দিলে গানে
ভরিয়ে দিলে গানে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে,
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে,
আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে, গানে, গানে।
আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে, গানে, গানে।
কেন যে ফাঁকি দিয়ে পালাও, নিশিদিন কাছে এসে দূরের প্রদীপ জ্বালাও
কেন যে ফাঁকি দিয়ে পালাও, নিশিদিন কাছে এসে দূরের প্রদীপ জ্বালাও
ওগো আবার তুমি ধরা দেবে কখন কে জানে!
ওগো আবার তুমি ধরা দেবে কখন কে জানে!
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে
বারে বারে ইচ্ছেগুলি পরশ লাগে প্রাণে
বাহুডোরেও কাঁচের আড়াল, ব্যাথা যে জুড়োয় না
বাহুডোরেও কাঁচের আড়াল, ব্যাথা যে জুড়োয় না
মরিচিকার পিছে পিছে চলা তো ফুরোয় না।
মরিচিকার পিছে পিছে চলা তো ফুরোয় না।
এবারেও তোমায় যখন পাবো, আমাকে রাখবে মনে শপথ নিয়ে যাব।
এবারেও তোমায় যখন পাবো, আমাকে রাখবে মনে শপথ নিয়ে যাব।
রব চিরদিনই তোমার পাশে যাবে যেখানে।
রব চিরদিনই তোমার পাশে যাবে যেখানে।
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে।
কেন আজ আকাশ-বাতাস এমনি করে ভরিয়ে দিলে গানে।






Внимание! Не стесняйтесь оставлять отзывы.