Shreya Ghoshal - Tomar Ki Naam (From "Shaheb Bibi Golaam") текст песни

Текст песни Tomar Ki Naam (From "Shaheb Bibi Golaam") - Shreya Ghoshal



সব ভুলে যাও না
হাতে তুলে নাও না
তোমার ঠোঁটের প্রশ্ন ফেলে দাও
ফেলে দাও, ফেলে দাও
আজ বলে দাও না
যা যা তুমি চাও না
তোমার পর্দার রঙ বেছে নাও
বেছে নাও, বেছে নাও
খুলে দাও দিন রঙের মেজাজ
থেমো না
নিজের চোখে নিজে আটকে থেকো না
খুব ভালো লেগে গেল
সবকিছু এলোমেলো
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
কারোর হাতের ছোঁয়ায়
কিসের আনা-গোনায়
তোমার শরীর ভিজে যায় আবার
আবার নতুনভাবে তাকাও
আবার আগুন জ্বালাও
কানের কাছে এসে গান শুনাও
শোনাও তোমার এই আধ-ঘুম নেশায়
থাকতে দাও
নাম না জানা ফুলের গন্ধে
ভাসতে দাও
খুব ভালো লেগে গেল
সবকিছু এলোমেলো
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি




Shreya Ghoshal - Bengali Top 10
Альбом Bengali Top 10
дата релиза
21-09-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.