Sivaji Chatterjee - Pakhira Chay Akasher Neel текст песни

Текст песни Pakhira Chay Akasher Neel - Sivaji Chatterjee



পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
ষোড়শীর ভালবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবুজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে।।
মৌমাছিরা চায় মৌ ভরা ফুল
নৌকো যে পেতে চায় নদীর সে কূল।
আর আমি শুধু চাই তোমাকে।।
রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ
ঘুম চায় মুছে দিতে যত অবস্বাদ।
আর আমি শুধু চাই তোমাকে।।
তুলসি তলাকে চায় সন্ধ্যার সাপ
হারানোকে ফিরে পেতে চায় পিছুডাক।
আর আমি শুধু চাই তোমাকে।।



Авторы: Suparnakanti Ghosh


Sivaji Chatterjee - Buk Bhare Esho Bhalobashi
Альбом Buk Bhare Esho Bhalobashi
дата релиза
07-01-1986




Внимание! Не стесняйтесь оставлять отзывы.