Текст песни Tomar Awbhabe - Soumya Rit
চোখ
ভিজে
ভিজে
যায়
কেন
নিজে
নিজে
হায়?
কেটে
যাচ্ছে
সময়
কিভাবে?
সব
ভেঙ্গেচুরে
প্রায়
ভালোবাসা
উড়ে
যায়
তোমাকে
দুঃখ
দেওয়া
রয়ে
গেছে
স্বভাবে
আর
কিভাবে
বদলে
গেলাম
আমি
তোমার
অভাবে?
আর
কিভাবে
সব
শেষ
হয়ে
গেল
তোমার
অভাবে?
বলো
কী
আছে
বলার
তোমার
জবাবে?
আর
কিভাবে
সব
শেষ
হয়ে
গেল
তোমার
অভাবে?
তুমি
চলে
গেছ
আমার
থেকে
দূরে
তাও
গান
গেয়ো
আমার
সুরে
পারলে
চেয়ো
আরও
দূরে,
আরও
দূরে
প্রতিটা
মুহূর্ত
কাটানো
তোর
সাথে
প্রতিটা
অজুহাতে
হাত
রাখা
তোর
হাতে
একসাথে
চলা
রাস্তায়
যত
স্মৃতি
পড়ে
আছে
এই
সেদিনের
কথা,
তুমি
ছিলে
আমার
কাছে
আর
কিভাবে
বদলে
গেলাম
আমি
তোমার
অভাবে?
আর
কিভাবে
সব
শেষ
হয়ে
গেল
তোমার
অভাবে?
বলো
কী
আছে
বলার
তোমার
জবাবে?
আর
কিভাবে
সব
শেষ
হয়ে
গেল
তোমার
অভাবে?
Внимание! Не стесняйтесь оставлять отзывы.