Srikanto Acharya - Amaro Parano текст песни

Текст песни Amaro Parano - Srikanto Acharya




আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো...
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর জগতে, মোর কেহ নাই
কিছু নাই গো...
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো...
আমার পরান যাহা চায়
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো...
আমার পরান যাহা চায়
আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরস-মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরস-মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো...
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো...
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো...
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো...
আমার পরাণ যাহা চায়...



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.