Srikanto Acharya - Je Taranikhani текст песни

Текст песни Je Taranikhani - Srikanto Acharya




যে তরণীখানি ভাসালে দুজনে
আজি, হে নবীন সংসারী,
কাণ্ডারী কোরো তাঁহারে তাহার
যিনি ভবের কাণ্ডারী
যে তরণীখানি ভাসালে দুজনে
আজি, হে নবীন সংসারী,
কাণ্ডারী কোরো তাঁহারে তাহার
যিনি ভবের কাণ্ডারী
কালপারাবার যিনি চিরদিন
করিছেন পার বিরামবিহীন
কালপারাবার যিনি চিরদিন
করিছেন পার বিরামবিহীন
শুভযাত্রায় আজি তিনি দিন
প্রসাদপবন সঞ্চারি
যিনি ভবের কাণ্ডারী
যে তরণীখানি ভাসালে দুজনে
আজি, হে নবীন সংসারী,
কাণ্ডারী কোরো তাঁহারে তাহার
যিনি ভবের কাণ্ডারী
নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়,
ভরি নিয়ো তরী কল্যাণে
সুখে দুখে শোকে আঁধারে আলোকে
যেয়ো অমৃতের সন্ধানে
নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়,
ভরি নিয়ো তরী কল্যাণে
সুখে দুখে শোকে আঁধারে আলোকে
যেয়ো অমৃতের সন্ধানে
বাঁধা নাহি থেকো আলসে আবেশে,
ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে,
বাঁধা নাহি থেকো আলসে আবেশে,
ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে,
তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে
বিশ্বের মাঝে বিস্তারি
যিনি ভবের কাণ্ডারী
যে তরণীখানি ভাসালে দুজনে
আজি, হে নবীন সংসারী,
কাণ্ডারী কোরো তাঁহারে তাহার
যিনি ভবের কাণ্ডারী



Авторы: RABINDRANATH TAGORE



Внимание! Не стесняйтесь оставлять отзывы.