Текст песни Megher Parey Megh - Subinoy Roy
মেঘের
'পরে
মেঘ
জমেছে
আঁধার
করে
আসে
আমায়
কেন
বসিয়ে
রাখ
একা
দ্বারের
পাশে
মেঘের
'পরে
মেঘ
জমেছে
আঁধার
করে
আসে
কাজের
দিনে
নানা
কাজে
থাকি
নানা
লোকের
মাঝে
আজ
আমি
যে
বসে
আছি
তোমারি
আশ্বাসে
মেঘের
'পরে
মেঘ
জমেছে
আঁধার
করে
আসে
তুমি
যদি
না
দেখা
দাও
কর
আমায়
হেলা
কেমন
করে
কাটে
আমার
এমন
বাদল-বেলা
দূরের
পানে
মেলে
আঁখি
কেবল
আমি
চেয়ে
থাকি
পরান
আমার
কেঁদে
বেড়ায়
দুরন্ত
বাতাসে
মেঘের
'পরে
মেঘ
জমেছে
আঁধার
করে
আসে
Внимание! Не стесняйтесь оставлять отзывы.