Suchitra Mitra - Apni Amar Kon Khane текст песни

Текст песни Apni Amar Kon Khane - Suchitra Mitra




আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে
নানান রূপে নানান বেশে
ফেরে যেজন ছায়ার দেশে
নানান রূপে নানান বেশে
ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে
শেষ হবে কি, কে জানে
আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে
আমার গানের গহন-মাঝে
শুনেছিলেম যার ভাষা
খুঁজে না পাই তার বাসা
আমার গানের গহন-মাঝে
শুনেছিলেম যার ভাষা
খুঁজে না পাই তার বাসা
বেলা কখন যায় গো বয়ে
আলো আসে মলিন হয়ে
বেলা কখন যায় গো বয়ে
আলো আসে মলিন হয়ে
পথের বাঁশি যায় কী কয়ে
বিকালবেলার মূলতানে
আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে
বেড়াই তারি সন্ধানে
আপনি আমার কোনখানে



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.