Tahsan - Bhalobashar Ponktimala текст песни

Текст песни Bhalobashar Ponktimala - Tahsan



একপা এগোতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ
একপা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ
হঠাৎ এসে তুমি ধরেছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত
তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুকনো আকাশের মেঘ ছড়ালাম
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল
চমকে এলে তুমি হাতে নিয়ে ধূপ,
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম
এখন জানি আমি প্রেম মানে কি
যেন তোমার চোখে সব আকুতি
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি
জীবন যেখানে যেমন ইচ্ছে মতো
আমিও স্রোতে ভেসেছি যখন তখন,
ভুলেছি নিজেকে আমি এতোটা সময়
বুঝিনি কি যে আছে ভালবাসায়
এতদিনে জেনেছি ভালবাসা কি
যেন পরাজয় জয়ের অনুভূতি
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি



Авторы: bonny ahmed


Tahsan - Bhalobashar Ponktimala
Альбом Bhalobashar Ponktimala
дата релиза
05-05-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.