Umek - Vibrancy - Original Mix текст песни

Текст песни Vibrancy - Original Mix - Umek



একা একা এই পথে হেঁটে
যাচ্ছি অচেনা পথে
বারে বারে তোমার স্মৃতি
আমাকেই আঁকড়ে ধোরে
একা একা এই পথে হেঁটে
যাচ্ছি অচেনা পথে
বারে বারে তোমার স্মৃতি
আমাকেই আঁকড়ে ধোরে
তুমি নেই আর আমার জানি।।
তবু খুঁজি আজো তোমায়
হাজার লোকের ভিড়ে।
ধোঁয়ায় ধোয়ায় উড়ছে সবই
ঠিকানা বদলে গেছে
বেলা শেষে সেই তুমি আমার
ফিরে আসবে কবে
ধূসর কি রঙিন এই সময় জুড়ে
তোমাকেই হারিয়ে গিয়ে
খুঁজি তোমায় সেই আলোর নীড়ে
তোমারই রঙিন স্বপ্নে
আমি নেই আর আমার মাঝে।।
তবু খুঁজি আজো তোমায়
আমার কাব্যের মাঝে
হাজার লোকের ভিড়ে




Umek - Vibrancy
Альбом Vibrancy
дата релиза
14-06-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.