Andrew Kishore - Ek Poloke Ektu Dekha Songtexte

Songtexte Ek Poloke Ektu Dekha - Andrew Kishore




এক পলকে একটু দেখা
ভরে না রে এই মন
দাও অধিকার তোমাকে দেখার
দু'চোখ ভরে সারাটি জীবন
এক পলকে একটু দেখা
ভরে না রে এই মন
দাও অধিকার তোমাকে দেখার
দু'চোখ ভরে সারাটি জীবন
এক পলকে একটু দেখা
ভরে না রে এই মন
হাজার বছর যদি তোমাকে দেখি
মরবে না স্বাদ, তবু ভরবে না আঁখি
হাজার বছর যদি তোমাকে দেখি
মরবে না স্বাদ, তবু ভরবে না আঁখি
মনে হবে বারবার তোমাকে দেখি আবার
আরো কিছুক্ষণ শুধু
আরো কিছুক্ষণ
এক পলকে একটু দেখা
ভরে না রে এই মন
চোখের আড়াল যদি হও একবার
হৃদয়ে নেমে আসে কষ্টেরই আঁধার
চোখের আড়াল যদি হও একবার
হৃদয়ে নেমে আসে কষ্টেরই আঁধার
মিনতি একটাই তোমার পেতে চাই পাশে
থেকো আজীবন, থেকো আজীবন
এক পলকে একটু দেখা
ভরে না রে এই মন
দাও অধিকার তোমাকে দেখার
দু'চোখ ভরে সারাটি জীবন
দাও অধিকার তোমাকে দেখার
দু'চোখ ভরে সারাটি জীবন




Attention! Feel free to leave feedback.