Anupam Roy - Ekta Mon Songtexte

Songtexte Ekta Mon - Anupam Roy




একটা মন হাঁটি হাঁটি পায়ে
আকাবাকা রেলগাড়ি
মেঘ এসে চোখে দিলো রঙ
হাতে দিলো ডাকটিকিট
বৃষ্টি মেশে ড্রইং খাতায়
ফুল ফল লতাই পাতায়
(হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা)-২
একটা ট্রাম ঝুলে থাকা তার
শহরের এক কোনে
রঙ চটা তিনটে চড়াই
মোম ঘষা প্যাস্টেল এর
ঝড় থেকে উঠে একটা মেঘ
টুপ করে দিলো সুখবর
হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা
(গান বেধেছে দিন
হাসিখুশি টগবগিয়ে টয়ট্রেন
হাত মেখেছে রঙ
জানলাজোড়া বনসবুজ কুচকাওয়াজ) -২
একটু ছুটে প্যারাসুটে হাওয়া খেল ডিগবাজী
উল্টো হাওয়া রঙিন ছাতায়
একটা ছুটি বাধলো জুটি ভ্যানিশ হলো প্ল্যান
সাদা ধোয়া স্বপ্ন পাঠাই
(হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা)-২
একটি ট্রেন ইতিউতি চায়
জানালা খোলে গল্পেরা
আনমনা সোনার পাহাড় কুয়াশাও মনমরা
একটু দূরে শীতকাতুরে ভোর
কমলা রোদের স্টেশন
(হইত সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা)-২



Autor(en): Anindya Chatterjee, Neel Dutt


Attention! Feel free to leave feedback.