Songtexte Eka Ekla - Arijit Singh
একা
একেলা
মন
চিনেছে
মন
কেমন
চিনেছে
মন
কেমন
কিনেছে
মন
কেমন
একা
একেলা
মন
চিনেছে
মন
কেমন
চিনেছে
মন
কেমন
কিনেছে
মন
কেমন
ভাবনা
তোমারই
ঘিরেছে
আমায়
কেন
অকারণ
আনমনা
মন
কেমন
মনমরা
মন
কেমন
একা
একেলা
মন
ছায়া
পেলে
তোমার,
ছুঁয়ে
গেছি
তোমায়
তুমি
হেঁটে
গেলে
ভেঙ্গেচুরে
আমি,
বসে
আছি
দেখ
তুমি
আসবে
বলে
ছায়া
পেলে
তোমার,
ছুঁয়ে
গেছি
তোমায়
তুমি
হেঁটে
গেলে
ভেঙ্গেচুরে
আমি,
বসে
আছি
দেখ
তুমি
আসবে
বলে
মুখের
আদলে
কত
কি
যে
বলে
হারালে
এখন
আনমনা
মন
কেমন
মনমরা
মন
কেমন
একা
একেলা
মন
কিছু
আশা
বাকি,
ভালোবাসা
বাকি
আরও
কত
কি
যে
ফিরে
এসো
কাছে,
কথা
জমে
আছে
হাজার
বৃষ্টি
ভিজে
কিছু
আশা
বাকি,
ভালোবাসা
বাকি
আরও
কত
কি
যে
ফিরে
এসো
কাছে,
কথা
জমে
আছে
হাজার
বৃষ্টি
ভিজে
আশেপাশে
চলো,
তবুও
না
বলো,
হলো
কি
এমন?
আনমনা
মন
কেমন
মনমরা
মন
কেমন
একা
একেলা
মন
চিনেছে
মন
কেমন
চিনেছে
মন
কেমন
কিনেছে
মন
কেমন
ভাবনা
তোমারই
ঘিরেছে
আমায়
কেন
অকারণ
আনমনা
মন
কেমন
মনমরা
মন
কেমন
একা
একেলা
মন

Album
Chirodini Tumi Je Amar 2 (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
24-03-2014
Attention! Feel free to leave feedback.