Arnob - Jetey Hobey Songtexte

Songtexte Jetey Hobey - Arnob




এসো আবার চড়াই উৎরোই,
আরো একটু সামনে যেতে হবে।
কতটা পথ এসেছি বাধা ঠেলে,
বাকিটা পথ আর কিছু না তবে।
অবিশ্বাস ফল্গুধারা যেন
হারিয়ে ফেলে গভীর কুয়াশায়,
ধরে রাখে ভালোবাসা শুধু
অনিঃশেষ স্বপ্নভরা আশায়।
এপারে ডাকে রঙিন পাখির দল,
ওপারে শুধু স্বপ্ন চোরা রাত।
ভুল বোঝানো গল্প যত শেষ,
ভালোবাসা চার দুগুণে পাঁচ।



Autor(en): arnob, shahana bajpei



Attention! Feel free to leave feedback.