Arnob - Shwapno Rogi Songtexte

Songtexte Shwapno Rogi - Arnob




আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে,
আমায় তোরা গান পাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কি যে চায়
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
যার নিয়মে মরেছি ভুলে সব
যাকে ধরতে হয় নকশা রথ
ছল করে কেবল থাকে একা
আমার সাথে হবে কি তার দেখা
ছোট্ট বেলার সঙ্গিনী আমার
যখন তখন পলাশ ফোটায় মনে
ছাড়বো বলে পণ করেছি তবু
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে,
আমায় তোরা গান পাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কি যে চায়
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই



Autor(en): arnob, shahana bajpei



Attention! Feel free to leave feedback.