Asha Bhosle - Kon Se Alor Swapna Niye Songtexte

Songtexte Kon Se Alor Swapna Niye - Asha Bhosle




কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয়, চলে আয়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয়, চলে আয়
ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়
ডাকে আয়, আয় রে আয়
কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ঠেলে
এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে
আমিও যাবো রে তারই পাখায়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয়, চলে আয়
চেনা অচেনার পাড়ে ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায় অজানার অভিসারে
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারী মন
ঘর ছেড়ে ওই শূন্যে উড়া পাখির মতন
যাবো দেশে-বিদেশে, যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দু'হাত বাড়ায়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয়, চলে আয়



Autor(en): Sudhin Dasgupta


Attention! Feel free to leave feedback.