Debabrata Biswas - Akash Bhora Surjo Tara Songtexte

Songtexte Akash Bhora Surjo Tara - Debabrata Biswas




আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা-
অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাটায় ভুবন দোলে
অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা-
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছি
ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি, চোখ মেলেছি
ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা-




Attention! Feel free to leave feedback.