Debabrata Biswas - Diye Genu Basanter Songtexte

Songtexte Diye Genu Basanter - Debabrata Biswas




দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে
ভুলে যাবে জানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
তবু তো ফাল্গুনরাতে গানের বেদনাতে
তবু তো ফাল্গুনরাতে গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো
আঁখি তব ছলোছলো, এই বহু মানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই




Attention! Feel free to leave feedback.