Debabrata Biswas - He Nirupama Songtexte

Songtexte He Nirupama - Debabrata Biswas




হে নিরুপমা
হে নিরুপমা
ঝরোঝরো ধারা আজি উতরোল
নদীকূলে-কূলে উঠে কল্লোল
ঝরোঝরো ধারা আজি উতরোল
নদীকূলে-কূলে উঠে কল্লোল
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা
সজল পবন দিশে দিশে তোলে বাদলগাথা
হে নিরুপমা
হে, হে নিরুপমা
হে নিরুপমা
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা
হে, হে নিরুপমা
হে নিরুপমা
এল বরষার সঘন দিবস
বনরাজি আজি ব্যাকুল বিবশ
এল বরষার সঘন দিবস
বনরাজি আজি ব্যাকুল বিবশ
বকুলবীথিকা মুকুলে মত্ত কানন 'পরে
নবকদম্ব মদির গন্ধে আকুল করে
হে, হে নিরুপমা
হে নিরুপমা
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা
হে নিরুপমা
হে নিরুপমা
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা
হে নিরুপমা, নিরুপমা
তোমার দু'খানি কালো আঁখি 'পরে
বরষার কালো ছায়াখানি পড়ে
তোমার দু'খানি কালো আঁখি 'পরে
বরষার কালো ছায়াখানি পড়ে
ঘন কালো তব কুঞ্চিত কেশে
ঘন কালো তব কুঞ্চিত কেশে যূথীর মালা
তোমারি চরণে নববরষার বরণডালা
হে নিরুপমা
হে নিরুপমা




Attention! Feel free to leave feedback.