Debabrata Biswas - Kachhe Chhile Dure Gele Songtexte

Songtexte Kachhe Chhile Dure Gele - Debabrata Biswas




কাছে ছিলে দূরে গেলে
দূর হতে এসো কাছে
কাছে ছিলে দূরে গেলে
ভুবন ভ্রমিলে তুমি
ভুবন ভ্রমিলে তুমি
সে এখনো বসে আছে বসে আছে
আয় কাছে ছিলে দূরে গেলে
কাছে ছিলে দূরে গেলে
দূর হতে এসো কাছে
কাছে ছিলে দূরে গেলে
ছিলনা প্রেমের আলো
চিনিতে পারনি ভালো
ছিলনা প্রেমের আলো
চিনিতে পারনি ভালো
এখনো বিরহাণলে
প্রেমাণল জ্বলিয়াছে
আয় কাছে ছিলে দূরে গেলে
দূর হতে এসো কাছে
কাছে ছিলে দূরে গেলে
জটিল হয়েছে জাল
প্রতিকুল হলো কাল
উন্মাদ টানে টানেই কেটে গেছে তার
জটিল হয়েছে জাল
প্রতিকুল হলো কাল
উন্মাদ টানে টানেই কেটে গেছে তার
কে জানে তোমার বীণা
সুরে ফিরে যাবে কি না
কে জানে তোমার বীণা
সুরে ফিরে যাবে কি না
নিঠুর বিধির টানে
তার ছিঁড়ে যায়
তার ছিঁড়ে যায় পাঁচে
আয় কাছে ছিলে দূরে গেলে
দূর হতে এসো কাছে
কাছে ছিলে দূরে গেলে
ভুবন ভ্রমিলে তুমি
ভুবন ভ্রমিলে তুমি
সে এখনো বসে আছে বসে আছে
আয় কাছে ছিলে দূরে গেলে




Attention! Feel free to leave feedback.