Rabindranath Tagore feat. Debabrata Biswas & Rabindra Sangeet - Swapne Amar Mone Holo Songtexte

Songtexte Swapne Amar Mone Holo - Debabrata Biswas , Rabindranath Tagore




স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো
আমি জাগিনাই জাগিনাই গো তুমি
মিলালে অন্ধকারে হায়
স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো
আমি জাগিনাই জাগিনাই গো তুমি
মিলালে অন্ধকারে হায়
স্বপ্নে আমার মনে হলো
অচেতন মন মাঝে তখন
রিমিঝিমি ধ্বনি বাজে বাজে
রিমিঝিমি রিমিঝিমি
কাঁপিল বনের হাওয়া ঝিল্লেঝঙ্কারে
আমি জাগিনাই জাগিনাই গো
নদী বহিল বনের ওপারে
স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো
পথিক এলো দুই প্রহরে
পথের আহ্বান আনে ঘরে
পথিক এলো দুই প্রহরে
পথের আহ্বান আনে ঘরে
শিওরে নীরব বীণা
বেজেছিল কি জানিনা
শিওরে নীরব বীণা
বেজেছিল কি জানিনা জানিনা
জাগেনাই জাগিনাই গো
ঘিরেছিল বনগন্ধ
ঘুমের চারিধারে
স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো
আমি জাগিনাই জাগিনাই গো তুমি
মিলালে অন্ধকারে হায়
স্বপ্নে আমার মনে হলো
কখন ঘা দিলে আমার দ্বারে হায়
স্বপ্নে আমার মনে হলো




Attention! Feel free to leave feedback.