Songtexte Bhanganer Teere Ghar Bendhe - Dhananjoy Bhattacharya
ভাঙনের
তীরে
ঘর
বেঁধে
কি
বা
ফল?
ভাঙনের
তীরে
ঘর
বেঁধে
কি
বা
ফল?
তুই
নিয়তির,
তুই
নিয়তির
খেলার
পুতুল
বুঝলি
না
কেন
বল?
ভাঙনের
তীরে
ঘর
বেঁধে
কি
বা
ফল?
শুধু
আলেজার
পিছে
পিছে
তুই
জীবন
কাটালি
মিছে
শুধু
আলেজার
পিছে
পিছে
তুই
জীবন
কাটালি
মিছে
দুনিয়ার
হাটে
ব্যসাতি
করিতে
হারালিরে
সম্বল,
হারালিরে
সম্বল
ভাঙনের
তীরে
ঘর
বেঁধে
কি
বা
ফল?
কেন
প্রাণের
পথে
অর্ঘ্য
রচনা
করি
সমর্পণ?
শুধু
চার
দিন
পূজা,
তার
পরে
হায়
প্রতিমা
বিসর্জন
তৃষ্ণা
না
মিটিতে
হায়,
তোর
পেয়ালা
ভাঙ্গিয়া
যায়
তোর
পেয়ালা
ভাঙ্গিয়া
যায়
জীবনের
আশা
সকলি
ফুরায়
খুরায়
না
আঁখি
জল,
খুরায়
না
আঁখি
জল
ভাঙনের
তীরে
ঘর
বেঁধে
কি
বা
ফল?
Attention! Feel free to leave feedback.