Elita - Ure Jete Chai Songtexte

Songtexte Ure Jete Chai - Elita




কেন যে পড়ছে মনে তোমায় এখন
ভাবতে চাই তোমায় নেই প্রয়োজন
চাইছি ছেড়ে যেতে তোমায়, তোমার অস্থির মন
তবু স্রিতিরা করছে যেন খুব জালাতন
ঈশর দাও খুলে আমার মনের বাধন
বিশ্বাস সব ভেংেচুরে দাও, ভেংে দাও এই মন
আমি উড়ে যেতে চাই ডানা মেলে
আমি ফিরে পেতে চাই আমাকে।
যদি মন হয় ভাসমান
তবে ভয় কি হারাবার
যাক না ডুবে মনের বাড়ি
যা ছিল তোমার আমার
ঈশর দাও খুলে আমার মনের বাধন
বিশ্বাস সব ভেংেচুরে দাও, ভেংে দাও এই মন
আমি উড়ে যেতে চাই ডানা মেলে
আমি ফিরে পেতে চাই আমাকে।
হতে চাই আমি শক্তির পাহাড়
তবু দুখের বন্যা
হতে চাই আজ স্বাধীন আমি
তবু এত কেন কান্না।





Attention! Feel free to leave feedback.