Elita - Apekkha Songtexte

Songtexte Apekkha - Elita




অজানা স্রোতে আজ
মন ভেসে যেতে চায়
হৃদয়ের কথাগুলো
স্বপ্ন হয়ে সুর ছড়ায়
অজানা স্রোতে আজ
মন ভেসে যেতে চায়
হৃদয়ের কথাগুলো
স্বপ্ন হয়ে সুর ছড়ায়
ইচ্ছে গুলো পালাতে চায়
ভেঙে মনের ঘোর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর।
মেঘলা আকাশ সূর্যটাকে
আকছি রোদের তুলিতে
আধার ভেঙে নামছে আলো
হৃদয় মরুভূমিতে
মেঘলা আকাশ সূর্যটাকে
আকছি রোদের তুলিতে
আধার ভেঙে নামছে আলো
হৃদয় মরুভূমিতে
ইচ্ছে গুলো পালাতে চায়
ভেঙে মনের ঘোর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর।
অজানা স্রোতে আজ
মন ভেসে যেতে চায়
হৃদয়ের কথাগুলো
স্বপ্ন হয়ে সুর ছড়ায়
ইচ্ছে গুলো পালাতে চায়
ভেঙে মনের ঘোর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর
তোমার সাথে দেখা হবে
অনেক দিনের পর।





Attention! Feel free to leave feedback.