Indranil Sen - Amar Sonar Bangla Songtexte

Songtexte Amar Sonar Bangla - Indranil Sen




আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে,
ওগো আমার প্রাণে বাজায় বাঁশি॥
সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
মা,
ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
মা,
ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে,
কী দেখেছি,
আমি কী দেখেছি মধুর হাসি॥
সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো,
মা, তোর বদনখানি মলিন,





Attention! Feel free to leave feedback.