Rupankar - Neeler Kachhakachhi Songtexte

Songtexte Neeler Kachhakachhi - Rupankar




নীলের কাছাকাছি জলের দাগ রেখে যায়
আকাশ ডেকে যায়
ডেকে যায়
গোড়ালি ভিজে খালি বলি মাখা তার খালি পায়ে
আকাশ তাকে পায়
তাকে পায়
চোরা ঢেউ হয়তো অচেনা কেউ
ডাকনামেও ডেকে যায়
চেনা মুখ
দুহাতে ধরা ঝিনুক তাকে চিনুক
জোয়ারে পার ভাঙে বালিয়াড়ি ভেসে যায়
আকাশ হেসে যায়
হেসে যায়
দুমুঠো লোনাবালি ছুঁয়ে দিলে সোনাবালি ময়
ওওও আকাশ ছুঁতে চায়
ছুঁতে চায়
একা মেঘ ছড়ানো মায়া আবেগ
নুড়ি পাথর সরে যায়
বালি ঘর জলের নীচে আদর
হাত বাড়ায়
হাত বাড়ায়
হাত বাড়ায়
যদিবা জলে নামি আজ অসময় অবেলায়
ওওও আকাশ খুঁজে পায়
খুঁজে পায়
জলেরা ভেসে ভেসে চারপাশে স্বপ্ন বোলায়
আকাশ ছুঁয়ে যায়
ছুঁয়ে যায়
নোনাজল ভিজিয়ে দিলো আঁচল
ভেজা দুচোখ ছলোছল
চেনা মুখ দুহাতে ধরা ঝিনুক তাকে চিনুক




Attention! Feel free to leave feedback.