Santidev Ghosh - Bhengey Mor Gharer Chaabi Songtexte

Songtexte Bhengey Mor Gharer Chaabi - Santidev Ghosh




ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার
বুঝি ওই রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার



Autor(en): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.