Songtexte Kon Bhiruke Bhoi Dekhabi - Original - Sharmila Roy
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
ভরসা
কি
মোর
সামনে
শুধু
ওরে,
ভরসা
কি
মোর
সামনে
শুধু
নাহয়
আমায়
রাখবি
পিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
আমায়
দূরে
যেই
তাড়াবি
সেই
তো
রে
তোর
কাজ
বাড়াবি
আমায়
দূরে
যেই
তাড়াবি
সেই
তো
রে
তোর
কাজ
বাড়াবি
তোমায়
নীচে
নামতে
হবে
তোমায়
নীচে
নামতে
হবে
আমায়
যদি
ফেলিস
নীচে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
যাচাই
করে
নিবি
মোরে
এই
খেলা
কি
খেলবি
ওরে
যাচাই
করে
নিবি
মোরে
এই
খেলা
কি
খেলবি
ওরে
যে
তোর
হাত
জানে
না,
মারকে
জানে
ভয়
লেগে
রয়
তাহার
প্রাণে
হাত
জানে
না,
মারকে
জানে
ভয়
লেগে
রয়
তাহার
প্রাণে
যে
তোর
মার
ছেড়ে
তোর
হাতটি
দেখে
মার
ছেড়ে
তোর
হাতটি
দেখে
আসল
জানা
সেই
জানিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
কোন
ভীরুকে
ভয়
দেখাবি,
আঁধার
তোমার
সবই
মিছে
Attention! Feel free to leave feedback.