Songtexte Keno Mala Dile - Shyamal Mitra , Sandhya Mukherjee
কেন
মালা
দিলে,
দিয়ে
খুলে
নিলে
বুঝি
ভুলেছিলে
কে
গো
আমি
কে?
মানো
কি
না
মানো,
কাছে
শুধু
টানো
সে
তো
তুমি
জানো
কে
গো
আমি
কে?
কেন
মালা
দিলে,
দিয়ে
খুলে
নিলে
বুঝি
ভুলেছিলে
কে
গো
আমি
কে?
ও
মৃণাল
বাহু,
যেন
চাঁদের
রাহু
বাঁধে
কি
বাঁধে
না
হায়
ও
মৃণাল
বাহু,
যেন
চাঁদের
রাহু
বাঁধে
কি
বাঁধে
না
হায়
চোখে
ব্যাকুলতা,
মুখে
কিছু
কথা
বাঁধে
কি
বাঁধে
না
হায়
অপরূপ
তনু,
যেন
গো
অতনু
ধানে
ফুলধনু
কে
গো
তুমি
কে?
শত্তুর
কেন
মালা
দিলে,
দিয়ে
খুলে
নিলে
বুঝি
ভুলেছিলে
কে
গো
আমি
কে?
কিছু
কাছে
পাওয়া,
আরও
কিছু
চাওয়া
বলো,
ওগো,
সে
কি
ভুল?
কিছু
কাছে
পাওয়া,
আরও
কিছু
চাওয়া
বলো,
ওগো,
সে
কি
ভুল?
এত
কাছে
এসে,
বলো,
ওগো,
শেষে
খেয়া
কি
পাবে
না
কূল?
নৌকোটা
যে
ফুটো
দুষ্টুমি
ছাড়ো,
কাছে
এসো
আরও
এতও
কি
পারো
কে
গো
তুমি
কে?
কেন
মালা
দিলে,
দিয়ে
খুলে
নিলে
বুঝি
ভুলেছিলে
কে
গো
আমি
কে?

Attention! Feel free to leave feedback.