Srikanto Acharya - Aaj Shrabaner Amantrane Songtexte

Songtexte Aaj Shrabaner Amantrane - Srikanto Acharya




আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে
INSTRUMENTAL
ধরিত্রী তাঁর অঙ্গনেতে
নাচের তালে ওঠেন মেতে
ধরিত্রী তাঁর অঙ্গনেতে
নাচের তালে ওঠেন মেতে
চঞ্চল তাঁর অঞ্চল যায়, যায় লুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে
INSTRUMENTAL
প্রথম যুগের বচন শুনি মনে
নব শ্যামল প্রাণের নিকেতনে
প্রথম যুগের বচন শুনি মনে
নব শ্যামল প্রাণের নিকেতনে
পুব-হাওয়া ধায় আকাশতলে
তার সাথে মোর ভাবনা চলে
পুব-হাওয়া ধায় আকাশতলে
তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্ কালের পানে ছুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে





Attention! Feel free to leave feedback.