Songtexte Amaro Parano - Srikanto Acharya
আমার
পরান
যাহা
চায়
তুমি
তাই,
তুমি
তাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তোমা
ছাড়া
আর
এ
জগতে,
মোর
কেহ
নাই
কিছু
নাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তুমি
তাই,
তুমি
তাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তুমি
সুখ
যদি
নাহি
পাও
যাও
সুখের
সন্ধানে
যাও
আমি
তোমারে
পেয়েছি
হৃদয়মাঝে
আর
কিছু
নাহি
চাই
গো
আমার
পরান
যাহা
চায়
তুমি
তাই,
তুমি
তাই
গো...
আমার
পরান
যাহা
চায়
আমি
তোমার
বিরহে
রহিব
বিলীন
তোমাতে
করিব
বাস
দীর্ঘ
দিবস,
দীর্ঘ
রজনী,
দীর্ঘ
বরস-মাস
আমি
তোমার
বিরহে
রহিব
বিলীন
তোমাতে
করিব
বাস
দীর্ঘ
দিবস,
দীর্ঘ
রজনী,
দীর্ঘ
বরস-মাস
যদি
আর
কারে
ভালবাসো
যদি
আর
ফিরে
নাহি
আসো
তবে
তুমি
যাহা
চাও
তাই
যেন
পাও
আমি
যত
দুঃখ
পাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তুমি
তাই,
তুমি
তাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তোমা
ছাড়া
আর
এ
জগতে
মোর
কেহ
নাই,
কিছু
নাই
গো...
আমার
পরান
যাহা
চায়
তুমি
তাই,
তুমি
তাই
গো...
আমার
পরাণ
যাহা
চায়...
Attention! Feel free to leave feedback.