Tahsan - Kichhukkhon Songtexte

Songtexte Kichhukkhon - Tahsan




তারা হয়ে তোমার আকাশে
যদি আমি ভাসতে পারি
শুকপাখি হয়ে তোমার মনে
যদি বাসা বাধতে পারি
চাইতে পারি তোমার কাছে
প্রেম আজ কিছুক্ষন
লাল লা লা লা লা লা
লা লা লা
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও
তারার মেলার ছবি
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী
রংধনুর আদলে রাঙিয়ে দাও
মনের আকাশের রবি
ভয় পাবোনা
ভুল বুঝবোনা
তারা হয়ে তোমার আকাশে
যদি আমি ভাসতে পারি
শুকপাখি হয়ে তোমার মনে
যদি বাসা বাধতে পারি
চাইতে পারি তোমার কাছে
প্রেম আজ কিছুক্ষন
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী
রংধনুর আদলে রাঙিয়ে দাও
মনের আকাশের রবি
রংধনুর রঙে রাঙিয়ে দাও
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও
তারার মেলার ছবি
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী
রংধনুর আদলে রাঙিয়ে দাও
মনের আকাশের রবি
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
রংধনুর রঙে রাঙিয়ে দাও





Attention! Feel free to leave feedback.