Tahsan - Kritodasher Nirban Songtexte

Songtexte Kritodasher Nirban - Tahsan




কামনাকে প্রথম বলি
বিষয় বাসনাকে দ্বিতীয় জানি
আরাধনা...
আরাধনাকে তৃতীয় জানি
আপন প্রলাপ তাকে চতুর্থ মানি
দর্শন বুঝিনা, পড়িনি বিজ্ঞান
ধর্মভীরু, তবু নেই মনে ধ্যান
কৃত্যদাস আমি এই দেহের ভিতর
ভর করে যত পুস্তকের উপর
আমি...
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি
বিদ্যা বুদ্ধিকে প্রথম জানি
আচার সাধনাকে দ্বিতীয় মানি
অগাধ প্রেম...
প্রেম ভক্তিকে তৃতীয় মানি
অসীম সাহসকে চতুর্থ জানি
কৃত্রিম কেন কিছু নিয়ম মানি?
ভালো কি মন্দ তাতো এমনি জানি
দ্বিধা নিয়ে বিশ্বাস লোভের কারণ
রাবকে দেখতে চাওয়া কোথায় বারন, বলো?
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি
গর্ভে ধারণ, অস্থিতে পচন
মাঝে কিছুক্ষণ বিশ্বাস প্রবণ
স্বত্বার আত্মার প্রলাপ শুনি
দেহের বাইরে নিজের ধ্বনি





Attention! Feel free to leave feedback.