Tahsan - Rongin Sutor Bhalobashay Songtexte

Songtexte Rongin Sutor Bhalobashay - Tahsan




দেখেছো তুমি মেঘের ছায়ায়,
দেখনি চিলে কোঠার জানালায়,
ডাকছে তোমার আলো
ভেবেছো তুমি ভুল সবই,
ভাবনি আছে তোমার কেউ যে
বাসবে তোমায় ভালো
আসবে কাছে আলো,
বাসবে তোমায় ভালো,
এমন করে রাখবে তোমায় আলোয়
চল জীবন বাঁধি নতুন করে,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয়,
দেখি নতুন... আশায়
ভালবাসায়
জেগেছো কত রাত নির্ঘুম,
দেখনি বেলকোনিতে জেগে থাকা
বিশাল আকাশ।
হেটেছো অজানা পথে তুমি,
বোঝোনি তখন গায়ে লাগা
সেই দখিনা বাতাস।
আসবে নেবে আকাশ,
যাবে ছুঁয়ে বাতাস,
কেটে যাবে সব দীর্ঘশ্বাস
চল জীবন বাঁধি নতুন করে,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয়,
দেখি নতুন ... আশায়
ভালবাসায়
দেখেছো তুমি মেঘের ছায়ায়,
দেখনি চিলে কোঠার জানালায়,
ডাকছে তোমার আলো
ভেবেছো তুমি ভুল সবই,
ভাবনি আছে তোমার কেউ
যে বাসবে তোমায় ভালো
আসবে কাছে আলো,
বাসবে তোমায় ভালো,
এমন করে রাখবে তোমায় আলোয়
চল জীবন বাঁধি নতুন করে,
রঙিন সুতোর ভালবাসায়।
এই রাতের তারা ভোরের আলোয়,
দেখি নতুন ... আশায়
ভালবাসায়।




Tahsan - Rongin Sutor Bhalobashay
Album Rongin Sutor Bhalobashay
Veröffentlichungsdatum
25-04-2019




Attention! Feel free to leave feedback.