Tashfee - Alo Songtexte

Songtexte Alo - Tashfee




নিরীহ মনের বিশ্বাস নিয়ে
শান্তি নিশ্বাস নিলে ছিনিয়ে
চোখ খুলে কেউ দেখেনি
রাতে তারা জ্বলেনি
জানালা বন্ধ রয়
আলো খুঁজে না পেয়ে আমি এত একা
স্তব্ধ হয়ে
নদীর স্রোতে আমি আজ ভেসে যাই
তখন দেখি তোমায়
কেউ শোনেনা, হায়
আমার নেই গান, আমার নেই সুর
আমি ছায়া
অবসন্ন মন, ক্লান্ত দেহ
হৃৎপিণ্ড থেকে নিলে স্নেহ
সর্বদোষে দোষী
তবুও ভালোবাসি
কাঁদতে না পেরে হাসি
আলো খুঁজে না পেয়ে আমি এত একা
স্তব্ধ হয়ে
নদীর স্রোতে আমি আজ ভেসে যাই
এখন দেখি তোমায়
কেউ শোনেনা, হায়
আমার নেই গান, আমার নেই সুর
আমি ছায়া
জানি আমি আজ একা নই
ধ্বংস করবো সব ভয়
আমি শক্তিবান
এই আমার অভিযান
সব শেষে তুমি একা
আর বন্দী না
আমার আলোয় প্রাচীর সব ভেঙে যায়
সবাই দেখে তোমায় সত্যের আলোয়
আমাদের নেই ভয়
আমাদের এই জয়
আজ এই আলো



Autor(en): Arafat Kazi


Tashfee - Alo
Album Alo
Veröffentlichungsdatum
10-01-2022

1 Alo




Attention! Feel free to leave feedback.