Warfaze - Basanta Songtexte

Songtexte Basanta - Warfaze




বিকেলের এই রোদ্দুরেতে, বসন্তেরই সাথে
সেজেছে প্রকৃতি, অপরুপ এক সাজে
সারা আকাশ জুড়ে শুধু পাখিদেরই মেলা
ক্লান্তি নেই যেন, উড়েছ সারাবেলা
এরই মাঝে, খুঁজে পাই আমি, আমায় আমি
এরই মাঝে খুঁজে পাই যে আমি জীবনের মানে কি?
মেঘে মেঘে আলো ছায়ায়, অনেক রঙের খেলা
সবুজের দিগন্ত জুড়ে বসন্তেরই মেলা
হিমেল হাওয়া ছুঁয়ে আমায় বলে কানে কানে
একা নও তুমি বসন্তেও উৎসবে।



Autor(en): Rabindranath Tagore


Warfaze - Moharaj
Album Moharaj
Veröffentlichungsdatum
08-01-2011




Attention! Feel free to leave feedback.