A.S.I.F - Ochol Poysha Lyrics

Lyrics Ochol Poysha - A.S.I.F



শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ অপরাধী
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
আর যাই হোক বলো
পাথরের বুকে আর
ফোটে কি ফুল
বোঝেনি অবুঝ মন
কি যে ভালোমন্দ
কিভাবে দেবো সেই
ভুলেরি মাশুল
আর যাই হোক বলো
পাথরের বুকে আর
ফোটে কি ফুল
বোঝেনি অবুঝ মন
কি যে ভালোমন্দ
কিভাবে দেবো সেই
ভুলেরি মাশুল
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
ভুল করে একবারও
ভালোবেসে চাইনি
কোনো প্রতিদান
বুঝিনি আমি হায়
কার ভুলে শুধু
দুজনের মাঝে আজ
এতো ব্যবধান
ভুল করে একবারও
ভালোবেসে চাইনি
কোনো প্রতিদান
বুঝিনি আমি হায়
কার ভুলে শুধু
দুজনের মাঝে আজ
এতো ব্যবধান
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
(প্রহেলিকা)



Writer(s): monowar hossain tutul


A.S.I.F - Oporadhi
Album Oporadhi
date of release
15-01-2015




Attention! Feel free to leave feedback.