Alka Yagnik feat. Babul Supriyo - Sahena Jatona Lyrics

Lyrics Sahena Jatona - Babul Supriyo , Alka Yagnik




সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
দিন যায়, রাত যায়, সব যায়
আমি বসে হায়
দেহে বল নাই, চোখে ঘুম নাই
শুকায়ে গিয়াছে আঁখিজল
একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
দিন যায়, রাত যায়, সব যায়
আমি বসে হায়
দেহে বল নাই, চোখে ঘুম নাই
শুকায়ে গিয়াছে আঁখিজল
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে
সখা হে, এলে না



Writer(s): Rabindranath Tagore




Attention! Feel free to leave feedback.