Anupam Roy - Bishorjon Lyrics

Lyrics Bishorjon - Anupam Roy



কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
হৃদি মোর উঠল কাঁপি
হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার
কে তুমি আনিলে জল
কে তুমি আনিলে জল
কে তুমি আনিলে জল, ধরি মোর দুই নয়নে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা
কেন এই নিঠুর খেলা
কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার সনে
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি
ঘরেতে পরবাসী
ঘরেতে পরবাসী
ঘরেতে পরবাসী
ঘরেতে পরবাসী, থাকিতে আর পারিনে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে
কে আবার বাজায় বাঁশি, ভাঙ্গা কুঞ্জবনে



Writer(s): Anupam Roy


Anupam Roy - Sanjhbati (Original Motion Picture Soundtrack) - Single




Attention! Feel free to leave feedback.