Lyrics Limelite (Female) - Anwesshaa
রাত্রি
শেষে
ভোরের
আলো
কলকাতা,
এই
কলকাতা
পাখির
কূজন
ঘুম
ভাঙ্গালো
কলকাতা,
জাগো
কলকাতা
ভিক্টোরিয়ার
মুচকি
হাসি,
কলকাতা
কবির
গানে
রবির
উদয়,
কলকাতা
বাড়িয়ে
এ
দু'টি
হাত
দেখো
না
একটিবার
পরকে
আপন
করে
যে
নেয়
কলকাতা,
সেই
কলকাতা
কলকাতারই
বুকে
আছে
এক
রঙ-বেরঙে
কলকাতা
সেখানে
হয়
বেচা-কেনা
স্বপ্নেরা
কেনে
যন্ত্রণা
সেই
কলকাতা
রাত্রি
শেষে
ভোরের
আলো
Limelite,
limelite
নতুন
সূর্য,
নতুন
সকাল
Limelite,
limelite
আবর্জনায়
ফুল
ফুটলে
limelite
কঠিন
যুদ্ধে
হাত
বাড়ালে
limelite
Limelite,
চোখ
ধাঁধানো
আলো
গভীরে
গেলে
পাবে
এক
সমুদ্র
কালো
Limelite,
চোখ
ধাঁধানো
আলো
গভীরে
গেলে
পাবে
এক
সমুদ্র
কালো
নিজের
জমি
আঁকড়ে
ধরা
Limelite,
limelite
লালসাকে
শাসন
করা
Limelite,
limelite
প্রতিবাদের
আগুন
জ্বেলে
প্রতিশোধের
শিকার
হওয়া
Limelite,
limelite
Limelite
Limelite,
নজর
কাড়ার
লড়াই
Nobody
থেকে
somebody
হতে
চাই
Limelite,
নজর
কাড়ার
লড়াই
Nobody
থেকে
somebody
হতে
চাই
Limelite,
চোখ
ধাঁধানো
আলো
গভীরে
গেলে
পাবে
এক
সমুদ্র
কালো
Limelite,
আরও
পাওয়ার
আশা
ইচ্ছেডানা
মেলে
উড়ে
চলার
নেশা
Limelite,
চোখ
ধাঁধানো
আলো
গভীরে
গেলে
পাবে
এক
সমুদ্র
কালো
Attention! Feel free to leave feedback.