ARK - Nijhum Raat Lyrics

Lyrics Nijhum Raat - Ark



Tittle:- Nijhum Raat
Artist:- Ark
Album:- Jonmo Bhumi
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দুজনায় পাগল পারা। (২)
নিঝুম রাত
নেই তো চোখে স্বপ্নের সীমানা
যেনো পাহাড়ী ঝরণা
পেলো খুজে চলার ঠিকানা।
সুখের মেলা শুধু চোখে
জেগেছে বন্যাধারা।
আজ মুখোমুখি দুজনায় পাগল পারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দুজনায় পাগল পারা।
নিঝুম রাত
মন যে আমার বাধন মানে না
যেনো বিভোর সুখে হৃদয় আমার।
খুজে পেলো মোহনা।
সময় আমার বড় আপন
আমি যে আমি হারাই।
আজ মুখোমুখি দুজনায় পাগল পারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দুজনায় পাগল পারা। (২)




ARK - Jonmo Bhumi
Album Jonmo Bhumi
date of release
25-02-2017



Attention! Feel free to leave feedback.