ARK - Oviman Noy Lyrics

Lyrics Oviman Noy - Ark




অভিমানী নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
কতোটা এই আমায় আশাহত করে
তুমি সুখ খুঁজে পাও আনমনে, নীরবে...
কতো অশ্রু বিনিময়ে তোমার এমনও হৃদয়
ফিরে পাবে, চেতনায়.
কতো আত্মত্যাগের বিনিময় তোমার অতৃপ্ততার অবাসান
হয়ে যাই.
অভিমানী নয় কিছুটা অভিযোগ নিয়ে।
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই।
জানি না কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে
যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়
এই আমার ঘিরে অশুভ প্রহর হয়ে
সঙ্গীণি তুমি কি তবুও সুখী আনমনে, নীরবে...





Attention! Feel free to leave feedback.