Lyrics Shomoy (From "Shantilal O Projapoti Rohoshyo") - ARKO
সময়,
যেন
কোন
অস্থির
মন
বদলাতে
থাকে
সারাক্ষণ
রাগিয়ে
রাখে
মিল
হয়ে
হৃদয়,
দিনিরের
জ্বালাতন
সাবধানে
লুকোনো
প্লাবন
আর
আমি
থাকি
স্থির
হয়ে,
হয়ে...
পথ
নিয়ে
চলে
আমাকে
বহুদুর
শীতের
ভয়ে
কাটে
ছোঁয়াচে
রোদ্দুর
পথ
কথা
বলে,
ঠিকানা
পাল্টায়
কিছুটা
মনে
থাকে,
কিছুটা
ভোলা
দায়
সময়,
যেন
একা
একা
দাবা
খেলা
মানুষ,
মুখোশ
মেলা
তবু
অচেনা
কে
চেনা
যাবে
হ্যাঁ
রে
নয়
কোথায়
থাকে
কে
বা
জানে
শুধু
প্রশ্নের
সন্ধানে
তবু
উত্তর
খুঁজে
পাবে
হ্যাঁ
উত্তর
খুঁজে
পাবে
পথ
নিয়ে
চলে
আমাকে
বহুদুর
শীতের
ভয়ে
কাটে
ছোঁয়াচে
রোদ্দুর
পথ
কথা
বলে,
ঠিকানা
পাল্টায়
কিছুটা
মনে
থাকে,
কিছুটা
ভোলা
দায়
আমিও
কোনো
তাড়া,
বাঁধা
বাঁধন
ছাড়া
আজ
ছিটকে
গিয়েছি
আমি
লুপ্ত
হয়েছি
মহাকাশে
জড়ানো
রেশা
রেশা
কৌতুহলের
নেশা
তাই
জানতে
ছুটেছি
আজ
লুকোচুরি
গন্ধ
বাতাসে
পথ
নিয়ে
চলে
আমাকে
বহুদুর
শীতের
ভয়ে
কাটে
ছোঁয়াচে
রোদ্দুর
পথ
কথা
বলে,
ঠিকানা
পাল্টায়
কিছুটা
মনে
থাকে,
কিছুটা
ভোলা
দায়
Attention! Feel free to leave feedback.