Arnob - Kono Deen Lyrics

Lyrics Kono Deen - Arnob



কোনোদিন, কোনোদিন
কোনোদিন, কোনোদিন, কোনোদিন
কোনোদিন দেখো যদি বর্ষা রাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
কোনোদিন দেখো যদি বর্ষা রাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
আবার যদি দেখ সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
আবার যদি দেখ সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষা রাতে
খুঁজে যায়, খুঁজে যায়, খুঁজে যায়, ছবিটায়, ছবিটায়
খুঁজে যায়, খুঁজে যায়...
কোনোদিন দেখো যদি বর্ষা রাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
ভালোবাসা নীল





Attention! Feel free to leave feedback.